MP3JOSS

আমি শুনেছি সেদিন তুমি মৌসুমী ভৌমিক Ami Sunechi Shedin Tumi Moushumi Bhowmik Lyrics

আমি শুনেছি সেদিন তুমি    মৌসুমী ভৌমিক    Ami Sunechi Shedin Tumi    Moushumi Bhowmik    Lyrics

Choose Download Format

Download MP3 Download MP4

Details

Titleআমি শুনেছি সেদিন তুমি মৌসুমী ভৌমিক Ami Sunechi Shedin Tumi Moushumi Bhowmik Lyrics
Authorবেকার Bong
Duration4:55
File FormatMP3 / MP4
Original URL https://youtube.com/watch?v=UmcvX_v19nQ
🎵 Support the artists — buy the original for the best audio quality! 🎵

Description

আমি শুনেছি সেদিন তুমি - মৌসুমী ভৌমিক
Ami Sunechi Shedin Tumi - Moushumi Bhowmik

আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে
নীলজল দিগন্ত ছুঁয়ে এসেছো
আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে
বহু দূর বহু দূর হেটে এসেছ

আমি কখনো যাই নি জলে কখনো ভাসিনি নীলে
কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে
আবার যেদিন তুমি সমুদ্র স্নান -এ যাবে
আমাকে ও সাথে নিও নেবে তো আমায় বল
নেবে তো আমায়
আমি শুনেছি সেদিন নাকি তুমি তুমি তুমি মিলে
তোমরা সদলবলে সভা করে ছিলে
আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধাঁ
না বলা অনেক কথা কথা তুলেছিলে
কেন শুধু ছুটে ছুটে চলা একা একা কথা বলা
নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে
যদি ভালোবাসা না-ই থাকে শুধু একা একা লাগে
কোথায় শান্তি পাব কোথায় গিয়ে বল কোথায় গিয়ে

আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো
এখনো গল্প লেখ গান গাও প্রাণ ভরে
মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে
তোমাদের ভালবাসা এখনো গোলাপে ফোটে
আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ
তোমাদের কাছে এসে দু হাত পেতেছি
আমি দুচোখের গল ভরে শূন্যতা দেখি শুধু
রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না
তাই স্বপ্ন দেখব বলে
আমি দুচোখ মেলেছি
তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি
তাই স্বপ্ন দেখব বলে আমি দুচোখ মেলেছি

🎧 Just For You

🎵 Apt. - Ros & Bruno Mars 🎵 Apt. - Ros & Bruno Mars 🎵 Love All Night - Amo & Aymen 🎵 Grenade - Bruno Mars 🎵 Tonight - Pinkpantheress 🎵 Gangnam Style - Psy 🎵 Sapphire - Ed Sheeran 🎵 Beautiful People - David Guetta & Sia 🎵 We Pray - Coldplay Feat. Little Simz… 🎵 Deck The Halls - Nat King Cole 🎵 Anxiety - Doechii 🎵 Love The Way You Lie - Eminem Feat…